পরীক্ষা হবার চার সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ফলাফল প্রকাশিত হয়ে যাবে। যদি কোনো পরীক্ষার ফল এর মধ্যে প্রকাশিত না হয় তাহলে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে হবে।
এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যাহারা এখনও তাহাদের পাওনাদী বাকি রেখেছেন অতিসত্তর পাওনাদী পরিশোধ করার জন্য বিশেষভাবে বলা গেল। সেই সাথে আপনারা যাহারা অত্র প্রতিষ্ঠানে যোগাযোগ করতে চান তাহারা-01712-241652, 01612-241652 এই নাম্বারে যোগাযোগ করবেন, আরও বিস্তারিত জানতে-sistedubd.org/ sistedubd.com/bdcsassociation.com এ। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমরা সমগ্র জেলা উপজেলায় শাখা অফিস স্থাপন করতে যাচ্ছি তাই আপনি/আপনার পরিচিত কেউ আগ্রহী হলে অতি সত্তর যোগাযোগ করার জন্য বিশেষভাবে বলা গেল। যাহারা ডেন্টাল কোর্স সম্পন্ন করেছেন তাহারা নির্বিঘ্নে চিকিৎসা পেশা চালিয়ে নেয়ার জন্য Bangladesh Danta Chikitshak Society (BDCS) এর গর্বিত সদস্য হোন, যাহা হতে আইনী সহায়তা সহ অনেক সহায়তা পাবেন। যাহা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Rajistrar of Joint Stocke Company হতে ২০০৪ ইং সালে অনুমোদন প্রাপ্ত হয়, যহার গভ. রেজিষ্ট্রেশন নং-এস- 3949 (৫১) এবং বিভিন্ন দপ্তরে আবেদীত। সারা বাংলোদেশ ব্যাপী এসোসিয়েশনের কাজ চালিয়ে আসছে অত্র সংস্থার বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৫ হাজার। এই সংস্থা সদস্যদের নির্বিঘ্নে চিকিৎসা পেশা চালিয়ে নেয়ার জন্য মহামান্য হাইকের্টে রিট করা হয়েছে ২০০৫ ইং সালে যাহা এখন রায়ের অপেক্ষায়। যাহারা ডেন্টাল বাদে অন্যান্য কোর্স করে প্রাক্টিস করেন তাহাদের জন্য Polly Chikitshak Diploma Association Bangladesh (PDAB). যাহা সমাজ কল্যাণ মন্ত্রণালয় ২০০১ ইং সালে অনুমোদিত হয়, যাহার গভ. রেজিষ্ট্রেশন নং-ঢ-07167 এবং বিভিন্ন বিভিন্ন দপ্তরে আবেদিত। সারা বাংলাদেশ ব্যাপী এসোসিয়েশনের কাজ চালিয়ে আসছে অত্র সংস্থার বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৪ হাজার।আপনারা জেনে আনন্দিত হবেন যে, অত্র সংস্থা অবদান এবং বেকারত্ব দুরীকরণের জন্য অত্র সংস্থার অঙ্গ সংগঠন Daridra Jano Kallayan Sangstha (DJKS) যাহা Ministry of Social Welfare-Dha-06194, Registrar of Joint Stock Company-S-4082 (140)/04, Jubo Unnayan Odhidaptor-JUO/Dha-402/2001, Madok Drobbo Niontron Odhidaptor-DNC-0008, Service For All Company Limited যাহা Registrar of Joint Stock Company-C-139898 এর সার্বিক পরিচালনায় প্রতিটি জেলায় স্বেচ্ছাশ্রমে বৃদ্ধাশ্রম (যাহার মাধ্যমে প্রতি জেলায় ১টি অসহায় পরিবার/অসহায় বৃদ্ধা-বৃদ্ধের দায়িত্ব নেয়া হবে) স্থাপন করার পরিকল্পনা গ্রহন করেছে। তাই আপনি অথবা আপনার পরিচিত কেউ আগ্রহী হলে অতিসত্তর ছবি, বায়োডাটা সহ আবেদন করার জন্য বিশেষভাবে বলা হল। জ্ঞাতার্থে- কর্তৃপক্ষ
প্রধান কার্যালয়
88/4 North Jatrabari,
Dhaka,
Bangladesh
dimdtinstitute@gmail.com
+88 01712241652