ডিগ্রীর চেয়ে কর্মের গুরুত্ব অনেক বেশী
বিস্তারিত দেখুনপরীক্ষা হবার চার সপ্তাহের মধ্যেই বেশিরভাগ ফলাফল প্রকাশিত হয়ে যাবে। যদি কোনো পরীক্ষার ফল এর মধ্যে প্রকাশিত না হয় তাহলে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে হবে।
Confidence Institute of Medical Technology (CIMT) BTEB College Code: 50629 সহ সকল প্রতিষ্ঠান অরাজনৈতিক,অলাভজনক স্বেচ্ছাসেবী ও মানব কল্যানধর্মী প্রতিষ্ঠান। দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা পাওয়া মৌলিক অধিকার। বাংলাদেশ একটি নিম্ন মধ্যম আয়ের দেশ। দেশের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। সমাজের ধনীক শ্রেণীর মানুষ নিজস্ব ব্যবস্থায় বা খরচে নিজেদের চিকিৎসার চাহিদা পূরণ করতে সক্ষম হলেও, গ্রামঅঞ্চলের অগনিত খেটে খাওয়া সাধারন মানুষ সু -চিকিৎসা ও আধুনিক চিকিৎসা সেবা থেকে প্রায় বন্ঞ্চিত। কারন শিক্ষা ও সচেতনতার অভাবে- জনসংখ্যা ক্রমান্বয়ে নিম্নমুখী। জনসংখ্যার হাড়ও উল্লেখযোগ্য ভাবে বাড়ছে কিন্তুু বাড়ছেনা ভূমি,খাদ্য, প্রযুক্তিগত স্বাস্থ্য শিক্ষা মূলক প্রতিষ্ঠান ও কারিগরী শিক্ষা এবং কর্মসংস্থান। গরীব মানুষের সবচেয়ে বড় পূজি হল তার সুস্থ শরীর এবং শারীরিক শক্তি।সে যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার পক্ষে কাজ করা সম্ভব হয় না, ফলে পুরো পরিবারটা মারাত্বক সংকটের মধ্যে পড়ে। রোগশোকে জরাজীর্ণ যেমন গ্যাস্ট্রিক-আলসার,অরুচি,বদহজম, মাথা ব্যাথা,সাইনোসাইটিস,রাইনাইটিস,টনসিল,মানসিক ও শারিরিক রোগ,শ্বাসকষ্ট,হৃদরোগ,ডায়াবেটিস,রক্তশূন্যতা,এ্যাজমা-হাপানী,কান পাকা,উচ্চ রক্ত চাপ,গাইনী রোগ, জ্বর,ডায়ারিয়া,আমাশয়,মৃগী ইত্যাদি জটিল ও কঠিন রোগ এবং বেকারত্ব, হতাশা,পুষ্টিহীনতা, অকালমৃত্যু, মানুষের নিত্যদিনের সঙ্গী।বাংলাদেশে বর্তমানে ২০ কোটি মানুষ বসবাস করছে। দেশের জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা দঃখজনক ভাবে অনেক কম, হতাশ ও ব্যজ্ঞক। যার ফলশ্রুতিতে ৯০% মানুষ বড় নিবন্ধিত ডাক্তারদের কাছে যেতে পারে না,এমনকি সেই ডাক্তাররা গ্রামের প্রত্যান্ত অঞ্চলে গিয়ে চিকিৎসা দিতে চায় না। তাদের একমাত্র ভরসা গ্রাম তাক্তার বা পল্লি চিকিৎসক কিংবা স্বাস্থ্য কর্মী বা পল্লীডাক্তার কিন্তু তাদেরও নেই কোনো প্রকৃত বিষয় ভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থা। সেই বাস্তবতার লক্ষ্য Confidence Institute of Medical Technogy(CIM T) BTEB College Code: 50629 প্রাথমিক চিকিৎসা বিশেষ করে সংক্রামক রোগ গুলি নিবারন, প্রতিরোধ ও প্রতিকার এবং প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা প্রশিক্ষনের মাধ্যমে বয়স্ক-শিক্ষা,দরিদ্র,অতি দরিদ্র,দৈন্যপীড়িত,হীনাবস্থা, রিক্ত,নিঃস্বতসচ্ছল অভাগা,পরিত্যক্ত ব্যাক্তি,অভাবগ্রস্থ,অবহেলিত, অনাগ্রর,নিম্ন বিও,মধ্যবিও,নিম্ন মধ্য বিও শ্রেনীর জনগনের সু-সাস্থ্যের উন্নতি করার CIMT 2016 সালে প্রতিষ্ঠিত হয়ে হাটি-হাটি পা-পা করে এ সংস্থার মাধ্যমে তার আজীবন সদস্য/সদস্যাদের পরিকল্পিত পরিবার এবং স্বাস্থ্য গঠনের জন্য জনগনকে উদ্বদ্ধকরন সহ স্বল্প ও দীর্ঘ মেয়াদী স্বাস্থ্য শিক্ষার উপর প্রশিক্ষন,প্রনোদনা, ব্যবস্থাপএ,মেটেরিয়াল,প্রচার-প্রচারনা,ঔষধ সেবাসহ বহুবিদ কর্মসূচি বিষয়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখে সুস্থ জাতি হিসেবে এ দেশকে গড়ে তুলতে চায়।
Confidence Institute of Medical Technology (CIMT) একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী ও মানব কল্যানধর্মী প্রতিষ্ঠান। দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা পাওয়া মৌলিক অধিকার।
S=SeFA, I=Institute, S=Science, T=Technology=(SIST), SeFA=Se=Service, F=For, A=All, যাহা ২০১৭ ইং সালে Ragistrar of Joint Stock Companies And Firms থেকে অনুমোদনপ্রাপ্ত হয় যাহার রেজিষ্ট্রেশন নং C-136868
শিক্ষা জাতীর মেরুদন্ড, কর্মমূখী প্রশিক্ষণ নিলে, জগৎজুড়ে কর্ম মিলে-প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-মোঃ মাকসুদুর রহমান মামুন। আপনি যদি শিক্ষিত বেকার হয়ে থাকেন তাহলে আমাদের যে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে মেডিকেল অথবা টেকনিক্যাল ট্রেনিং নিয়ে নিজেকে জড়াতে পারেন সম্মান জনক পেশায় অথবা আমাদের সহযোগী প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন আমরা সবাত্মক সহযোগীতা করব ইনশা আল্লাহ
১। এটি একটি পল্লী/ডিপ্লোমা ডাক্তার এবং প্যারামেডিকেল ডাক্তার প্রশিক্ষণের নির্ভর যোগ্য প্রতিষ্ঠান। এছাড়াও এখানে চিকিৎসা বিষয়ক অন্যান্য প্রশিক্ষণের ব্যবস্থাও আছে।
২। এখানে শারীরিক ও মানসিক শাস্তি সম্পূর্নরুপে নিষিদ্ধ।
৩। অভিভাবকগণকে অত্র প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্তকরণ।
৪। প্রাইভেট প্রশিক্ষণের ব্যবস্থাও আছে।
৫। প্রশিক্ষণার্থীদের হাতে কলমে নরমাল ডেলিভারী, খাৎনা করানো, ছোট অপারেশন, ব্লাড প্রেসার মাপা, ব্লাড গ্রপিং করা, ডায়াবেটিস পরীক্ষা করা, থার্মোমিটারের দ্বারা জ্বর পরীক্ষা করা, ইনজেকশন, স্যালাইন ও ক্যানুলা পুশ করা এবং ল্যাবরেটরির বিভিন্ন রিপোর্ট CBC,Urine R/E,RBS কিভাবে ধরতে হয় তা শিখানো হয়।
৬। গজ ও ব্যান্ডেজ ব্যবহার করে প্রত্যক্ষভাবে সেলাই করা শেখানো হয়।
৭। অভিজ্ঞ MBBS, BDS, BCS, FCPS সহ আর্থোপেডিক্স, গাইনী, মেডিসিন, শিশু বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা নিয়মিত পাঠদান।
৮। সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিন ডাবল ক্লাস করানো হয়।
# 4Year Diploma In Medical Course (Under SMF):
# Diploma In Medical Assistant (Mats)
# Diploma In Medical Technology(Dental)(IHT)
# Diploma In Medical Technology(Lab)(IHT)
# 2Year Community Paramedic Course (Under BNMC):
# Community Paramecic (CP)
# 2Year Courer (Under BTEB):
# HSC (BM), SSC (Voc)
# Diploma in Medical Ultrasound (D.M.U)
# Certificate in Medical Ultrasound (C.M.U)
# Vatenary, Caregiver, Aminship, Driving, Marchandising, Computer Course, Mobile Engineering, Technical Course
# RMP, MCH-1Month, LMAF-6Month, PARAMEDICAL-1/2/3/4 Year
# DMA/DMS/DMT/RADIOLOGY/
DDT/LAB/NURSING/OPHTHALMIC &
PHYSIOTHERAPY-1/2/3/4 Year
* আমাদের ক্যাম্পাস * শ্রেণিকক্ষ * পাঠদান পদ্ধতি * শিক্ষক * ল্যাবরেটরী * লাইব্রেরী * খেলার মাঠ